
শিশিরের মূর্তি ভেঙে বাড়ে আধুলি রোদ
মৃত্যুর মুদ্রায় গড়ে তোলে জলজ কাহিনি
দু’পাতার বাষ্পসাগরে যা নিত্য ডুবে যায়
বালির পাহাড়ে শব্দহীন বৃক্ষের অভিধান
লালরেখায় অঙ্কিত চারপায়ার সন্ধিভেদ
নগ্নমঞ্চে পোশাকী নৃত্য জলসার ছদ্মরূপ
স্বার্থরোগে ভারাক্রান্ত হে গল্পের কারিগর
কলুষিত ঘোমটা খুলে দেখো
পাড়ভাঙা হৃদয়েও হাড়ভাঙার শব্দ নেই