
ধীরে ধীরে কিছু মুহূর্ত ধূসর হবে
জানালার পাশে ঝুলে থাকা মানিপ্ল্যান্টের মতো
বাড়ন্ত আমার তিরতিরে প্রেম
দিয়াশলাই জ্বেলে উবু হয়ে বসে থাকি
জনতা জাগবে বলে—
প্রবাহিত অস্তিত্ব বলে আমি ছিলাম, আমি আছি
গণহত্যা পরিহাস করে নির্লজ্জ তুই, মিথ্যুক
তবুও জেগে ওঠা অহম পাণ্ডুলিপির পাতা উল্টায়
নিচে মৃত্যু জ্বেলে পুলসিরাত ডাকে আমায়
আমি আবার চিত হয়ে উড়ন্ত শকুনের তাড়া খাই
দেশ কবিতা হয়ে ফিরে দ্রোহের অনাদিকালে
রাস্তায় পড়ে থাকা আমার ফোঁটা ফোঁটা রক্তে
লেখা হয় দগদগে ঘা’য়ের গ্রাফিতি
সূর্যের আয়নায় ওঠে আসে সে রক্তছাপ
কেউ পিষে ফেলে, কেউ জানায় কুর্ণিশ।