
আমার না থাকাটাই তো শূন্যতা
সমুদ্রের গভীরে উত্তেজিত স্রোতের ঘূর্ণি
ঝড়ের পূর্বাপর সম্পর্কে অনন্তের বিস্তার
একদিন নিশ্চয়ই কোথাও অঙ্কুরিত হব
ইচ্ছেধারী প্রেমের আল্পনা ছুঁয়েছিল ফাল্গুনী হাওয়া
বারুদের নিজস্ব গন্ধও মিশে আছে গোলাপি ঠোঁটে
অনাবিল সঙ্গমের সময় ক্রমশ দীর্ঘ ও হিংস্র হয়
তুমি একবার মাত্র একবারই খুলে দাও সমস্ত বন্ধন
আমার শূন্যে ভেসে আসে নগ্ন অবয়ব
আমি নিজেকে সামলে নিয়ে বাঁচিয়ে রাখি
অস্তিত্বের অধিকার এবং অসীম প্রেরণা…
অমিয় মল্লিক
অমিয় মল্লিক। উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার অন্তর্গত পাঁচপোতা গ্রামে ১৯৬৭ সালের অক্টোবরে জন্ম। গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে গ্রাজুয়েট। বর্তমানে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। কুরুক্ষেত্র, মেঠোপথ, প্রতিভা প্রভৃতি পত্রিকা সম্পাদনা এবং নিরলস সাহিত্য পরিক্রমায় নিমগ্ন। এখনো কাব্যজগতে নিতান্তই শিক্ষানবিসি। কাব্যগ্রন্থ নেই।