অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মানালি -
কুম্ভীরাশ্রু

প্রতিটি স্টেশনের কলে ঘোলাটে জলের অভাবে

প্রতি পল

নোনতা ঘাম নিংড়ে খাওয়া

কবীর কিংবা টুম্পার মা,

অশ্রু তাদের ঘরে ফেলনা নয় হে পথিকবর!

জলের অভাবে যারা বিশ ক্রোশ হাঁটে

তাদের চোখের জল কলসিতে জমে।

নেহাতই যদি কাঁদতে হয় তবু

এক ফোঁটা জল পাবে না সে কান্নায়,

কারণ ওদের তা গিলতে শিখতে হয়।

কুম্ভীরাশ্রু— দিগগজে ভাবে,

তাই বুঝি?

সকলই নকল হলে তাহাই আসল হয়।

মানালি

মানালি-র জন্ম কলকাতায়। তখনও শহরের বুকে ছিল প্রাণ, ছিল ছেলেবেলার মাঠ, হয়ে ওঠেনি ইন্টারনেটের জঙ্গল। স্কুলে পড়াকালীন একটি প্রতিযোগিতার জন্য প্রথম গল্প লেখা, তারপর আর থামতে ইচ্ছে করেনি। নিতান্ত নগণ্য হলেও কলম চলছে, এখনও তার সাত সমুদ্র তেরো নদীপার যাত্রার ইচ্ছা।

 

Print Friendly, PDF & Email

Read Previous

সম্পাদকীয়, শিল্প-সাহিত্যের অন্তর্জাল অনুপ্রাণন ৬ষ্ঠ সংখ্যা

Read Next

আবু আফজাল সালেহ – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *