
জটিল কুয়াশা রোগে আক্রান্ত বধির জীবন
সবটুকু হারানো সংলাপ আঁস্তাকুড়ে পদ্ম পাতায়
এ নয় উত্থান কোনো তাপ পরিতাপ বিস্ময়ে চেয়ে
থাকা অনাবিল সুদূর আকাশ। অসংখ্য নক্ষত্র
মাঝে ধূসরতাহীন গভীর অতল। কোথাও ধামাকা
নেই মানবতাবাদী মহাকলরোল। সর্বত্র ছড়িয়ে
নুন সমূহ ফুলের নির্যাস, বড় বেশি আশ্চর্যরকম।
ঢেউয়ের ওপর উথলে ওঠে ঢেউ ভাঙে খেলাঘর,
নির্নিমেষ চেয়ে দ্যাখে পরিযায়ী দল। হাওয়ার উল্লাস
বাজে ঠমকে ঠমকে চমকে ওঠে প্রাণ।
নদিয়া, ভারত থেকে