
জীবনের কিছু সুরে মেতে উঠে পুরো পৃথিবী,
বাতাসে উড়িয়ে ডানা ঝাপটায়
কিছু সুগন্ধি লিপিবদ্ধ ইচ্ছে।
প্রাণের স্পন্দনের উৎসের সন্ধানে থমকে দাঁড়ায় প্রহর,
পাখির গান,পাতার কাব্য, পাহাড়ের ঝরনা,
মেঠোপথের আউল বাউল গান,
কোথায় কোন প্রান্তরে সরব সেই প্রাণের স্পন্দন,
জাগ্রত সত্তা?
জীবন জানে না, প্রাণের স্পন্দন তার নিজস্ব চেতনায়
গড়ে তোলে সুরম্য প্রাসাদ, খুঁজে বেড়ায় অনন্ত
পথের বাঁকে, অরণ্য, সাগর, পাহাড়, আদি অন্তহীন,
এক সময় অচেনা অথচ চিরন্তন ঠিকানার সম্মুখীন।