
যদি শুরুটা এমন হতো শিশুটার
ও বানরের পেটে জন্মালো
ও পেলো জংলি জীবন
কি নাম দিতে ওর?
ইউসুফ, সনাতন, গোমেজ নাকি সিদ্ধার্থ?
বাদ দাও, পাখিটাকে ছেড়ে দাও,
উড়তে দিয়ে দ্যাখো-
ওই আকাশ, মেঘ, বৃষ্টি, তোমারও
পৃথিবীকে জেলখানা বানানো, ঠিক হচ্ছে না।
সেপ্টেম্বর ২০২১