
দুঃখ নয়, মান নয়, সরলতা পুষ্পের অধিক৷
একই মনে দিন-রাত, আমারও হয়তো দোষ আছে৷
ভাবালুতা ঠিক যেন লুতাতন্তু—কেন্দ্রে জাগতিক
স্নায়ুর মহিমা, আয়ু—অবাক নয়ন নিয়ে বাঁচে৷
কেন এত মিল, নীল? এড়াতে পারি না বেড়াজাল!
কেবলই বিস্ময় লিখি৷ শব্দে, রঙে ভরে যায় ঘর৷
সীমানা পেরোতে মানা? হায় লিপি, এমনই কপাল!
পাখি তো বোঝে না ফাঁকি, লেনদেন, কে আপন, পর !
দুঃখ নয়, সুখও নয়—শুধু এক ছেঁড়া তমসুক
তমসা জাগায় ঘোর—ভালোবাসা, সে অপূর্ব রোদ
মায়াবী ছায়ার টানে একাকার৷ তমুদ্দুন, তুক
শুক-সারি জানে৷ আলো৷ রূপকথা৷ প্রাণের সরোদ
আনমনে বেজে ওঠে, হাওয়া তাকে ডেকে নেয় ধীরে ৷
আ মরি বাংলাভাষা…বুক ছুঁয়ে ওপারের তীরে…