অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জুলাই ২, ২০২৫
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
জুলাই ২, ২০২৫
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাহাদ আলী সরকার -
তুমি আমাকে হারিয়েছ সেই কবে

তুমি আমাকে হারিয়েছ সেই কবে, এই চেনা নগরীতে
যেমন করে হারায় ক্লান্ত পথিক অচেনা ভিড়ে
তুমি আমাকে মুছে দিয়েছ, অজস্র গ্লানিতে
বারংবার ঝেড়ে ফেলেছ ক্ষুদ্র ধূলিকণার মতো,
দুমড়েমুচড়ে করেছ বিষাদগ্রস্ত, ব্যথিত হৃদয়।

তুমি আমাকে সেই কবেই হারিয়েছ, আবছা আলোয়
অন্ধকারাচ্ছন্ন নিশীথে, দুঃস্বপ্নের মতো
জীর্ণ করেছ সকল আকুলতাকে, অবহেলার চাদরে।
ক্ষীণ করেছ এ কণ্ঠের বুলিকে, না বলা কথা কে
মলিন করেছ হাস্যোজ্জ্বল সে মুখবিবর, জীবনের রঙ
তুমি আমাকে সেই কবেই ভুলেছ
যেমন করে ভুলে মানুষ অতীতের সব শোক।

তুমি আমাকে হারিয়েছ সেই কবেই, এক শরতে
উড়ো মেঘের মতো ভেসে গিয়েছি, কত পথ ধরে
অতঃপর, অতঃপর হয়েছি বিলীন পৃথিবীর বুকচিরে
হারিয়েছি হেমন্তের হলুদে, হালকা কুয়াশার ভিড়ে।
কখনো ছুঁয়ে দেখোনি আমায়,
বসন্তের গন্ধহীন শিমুল কিংবা কামিনী
ঝড়ে পড়া শিউলির মতো করে।

তুমি আমাকে হারিয়েছ, হারিয়েছ সেই কবে
সুখাচ্ছন্ন স্মৃতির মতো, পুরোনো সে বইয়ের খামে
হারিয়েছ আমায়, যেমন করে হারিয়েছো তোমার প্রিয়
তোমার প্রিয় সে বেলি গাঁথা মালাকে, ভেঙেছ আমায়।
তুমি আমাকে হারিয়েছ, যেমন করে হারায়
মানুষ তার শৈশবের দিনগুলোকে, পড়ন্ত বিকেল বেলা
গোধূলির লালে আভাসিত সে রক্তিম আকাশকে
প্রিয় সব বন্ধু, প্রিয়জন, প্রিয় খেলনা সে পুতুলকে।
সবশেষে করেছ একা
যেমন একা দাঁড়িয়ে থাকে, পাতা ঝরা এক দেবদারু
অসহায় চাহনিতে চেয়ে থাকা বেদুইন।

তুমি আমাকে হারিয়েছ সেই কবে, স্তব্ধ করেছ
দিয়েছ শুধু সহস্র আর্তনাদ, কান্না ভেজা দু-চোখ
বিষন্ন ভায়োলিনের সুরের মতো ক্ষয়ে যাওয়া হৃদয়।
তুমি আমাকে থমকে দিয়েছ, অতঃপর হারিয়েছ
হারিয়ে গিয়েছ সেই কবে।

 

Print Friendly, PDF & Email

Read Previous

নিঃশব্দ আহমেদ – গুচ্ছকবিতা

Read Next

অণুগল্পগুচ্ছ

One Comment

  • Superb 🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *