অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জানুয়ারি ৮, ২০২৫
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জানুয়ারি ৮, ২০২৫
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈকত রায়হান -
দহনকাল – ১

প্লুতস্বর পালটে গেছে
স্বরগ্রাম এখন ঊর্ধ্বমুখি ,
কণ্ঠনালী বেয়ে উঠে আসছে
গোপন অগ্ন্যুৎপাত …
এখন দহনকাল ।

শহুরে আলোর চারপাশে
বিপ্রতীপ সন্ধ্যা, ঘনায়মান অন্ধকার ।
সুখের বেসাতি নিয়ে
আসে না আর জোনাকপ্রদীপ ।
বিবসনা দিবসের প্রহরজুড়ে
দ্রোহের গান,
এখন দহনকাল ।

চারদিকে বোবাকান্নার ঢেউ
ভাটির টানে ফিরে গেছে
মাঙ্গলিক বসন্ত!

Print Friendly, PDF & Email

Read Previous

অবক্ষয়ের মাতাল মৌসুম

Read Next

গন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *