অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মো. জাহিদুর রহমান -
দিকদর্শন যন্ত্রের মতো একমুখী

সৌখিন মজদুর হিসেবে নয়,

মাটি-মানুষের কাছাকাছি থেকে

কৃষাণের সত্যিকার শরিক হয়ে

আঘাতে-আঘাতে গ্লানি মুছে

নিন্দাকে পায়ে ঠেলে

উত্তাল পতাকা হাতে নিয়ে,

তুমি ঘোষণা দিলে—

একটি বিপ্লবের বার্তা, আর

নতুন জন্মের প্রয়োজনীয়তা।

নির্জনতার হাহাকার নয়

আকাশ-কুসুম কল্পনা নয়,

কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষের অমল আলোর দিকে

মৃত্যুর অধীন থেকে নবজীবনের দিকে,

তোমার কাব্যদর্শন কেবল—

দিকদর্শন যন্ত্রের মতো একমুখী, অটল।

কবি সুকান্ত ভট্টাচার্যকে নিবেদিত

 

Print Friendly, PDF & Email

Read Previous

ঘরবাড়ি ঘুমকথা

Read Next

তিনটি অণুগল্প – অগোছাল স্বপ্ন, নারীর টানে ও উঠতি সংসার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *