
সৌখিন মজদুর হিসেবে নয়,
মাটি-মানুষের কাছাকাছি থেকে
কৃষাণের সত্যিকার শরিক হয়ে
আঘাতে-আঘাতে গ্লানি মুছে
নিন্দাকে পায়ে ঠেলে
উত্তাল পতাকা হাতে নিয়ে,
তুমি ঘোষণা দিলে—
একটি বিপ্লবের বার্তা, আর
নতুন জন্মের প্রয়োজনীয়তা।
নির্জনতার হাহাকার নয়
আকাশ-কুসুম কল্পনা নয়,
কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষের অমল আলোর দিকে
মৃত্যুর অধীন থেকে নবজীবনের দিকে,
তোমার কাব্যদর্শন কেবল—
দিকদর্শন যন্ত্রের মতো একমুখী, অটল।
কবি সুকান্ত ভট্টাচার্যকে নিবেদিত