অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মো. জাহিদুর রহমান -
দিকদর্শন যন্ত্রের মতো একমুখী

সৌখিন মজদুর হিসেবে নয়,

মাটি-মানুষের কাছাকাছি থেকে

কৃষাণের সত্যিকার শরিক হয়ে

আঘাতে-আঘাতে গ্লানি মুছে

নিন্দাকে পায়ে ঠেলে

উত্তাল পতাকা হাতে নিয়ে,

তুমি ঘোষণা দিলে—

একটি বিপ্লবের বার্তা, আর

নতুন জন্মের প্রয়োজনীয়তা।

নির্জনতার হাহাকার নয়

আকাশ-কুসুম কল্পনা নয়,

কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষের অমল আলোর দিকে

মৃত্যুর অধীন থেকে নবজীবনের দিকে,

তোমার কাব্যদর্শন কেবল—

দিকদর্শন যন্ত্রের মতো একমুখী, অটল।

কবি সুকান্ত ভট্টাচার্যকে নিবেদিত

 

Read Previous

ঘরবাড়ি ঘুমকথা

Read Next

তিনটি অণুগল্প – অগোছাল স্বপ্ন, নারীর টানে ও উঠতি সংসার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *