
তোমাকেই ডেকে ডেকে পার হয় দীর্ঘদিবস— দীর্ঘরজনী
নরম সবুজ আলোয় মুখর গুঞ্জনে— বনে বনে মেতে আছে ওরা, উপচে পড়ছে সুর ও সুবাস মনে মনে, ওদের একান্ত সংলাপে কোনও বিঘ্নতার কারণ হতে চাই না, কল্পনার রঙে কোনও অবাঞ্ছিত দাগ। অনেক পাতার ঘনিষ্ঠতায় তাই নিয়েছি এ-একার সন্ন্যাস, ধরে আছি বহুল অপেক্ষার দীর্ঘ হাত!
জেগেও স্বপ্ন দেখা যায়। জাগরণে আসো যদি পাতার আড়াল থেকে— একটানে করো নিবিড় আলিঙ্গন হে মায়াবী গোলাপ, তুমুল গেঁথে নাও সুঁচালো কাঁটায়; আদিম দু-হাত মেলে ঢেলে দাও পৃথিবীর সব উষ্ণতা!
বৃক্ষের পুষ্পের পক্ষীর সবার ভাষাই আমার আয়ত্তে, দ্বিধা-থরথর আমি তবুও পারব না হয়তো বলতে কিছুই;— যেমন পারি নি একদিন…; সেদিন আমি যে আরও মানুষের মাঝখানে ছিলাম…
তারপর তুমি শুধু পাতার আড়াল, আর আমি রক্তচক্ষু এক বিরহী কোকিল— আকণ্ঠ পান করে নোনতা বিরহরস এভাবেই উদযাপন করি আরেক বসন্ত, হে সজনী
তোমাকেই ডেকে ডেকে পার হয় দীর্ঘদিবস— দীর্ঘরজনী…