
তখন আমরা অহিংস ছিলাম—
আমাদের সহিষ্ণুতায় হার মেনেছে প্রমত্তা পদ্মা, আমাদের প্রেম খরস্রোতার বুকে গড়েছে মাওয়া আর জাজিরার সেতুবন্ধ।
আমাদের অহিংসই থাকার কথা ছিল, কথা ছিল মননে থাকবে মৈত্রীর চাদর; অথচ তোমার মনে ঈর্ষার পাহাড়! এই দ্বিচারিতা কি দূর করবে নিকষ আঁধার?
অহিংসার পারদ কি জমবে না?
এত যে ব্যথা, এত বেদনা
কৃত্রিম হাসিতে তা যায় কি ঢাকা?
সব মিছে আয়োজন, জানি মিথ্যে এই চড়ুইভাতি
তবু তোমার নামের উৎসব-ই আমার কৃষ্টি
তোমার কথাতে নিমিষেই নামাই সুখের বৃষ্টি।
এত যত্নে ব্যথা দাও; তবু—
তোমাতেই পড়ে থাকে মন
হৃৎস্পন্দন… খোদার পর সেখানেও তোমার নিয়ন্ত্রণ!
এত বিপত্তি, এত যে অনাসৃষ্টি
তবু তোমার পথপানে অপলক চেয়ে থাকে দুচোখের দৃষ্টি।
তোমার অবহেলার বরফ কি গলবে না?
তোমার মনে অহিংসার পারদ কি জমবে না?
এত যে ভালোবাসি, এত প্রেম দেই—
কষ্ট ছাড়া তোমার কি কিছুই দেবার নেই?