
কষ্টের অশ্রু তোমার আমার শুকিয়ে যায়
কেবল শুকিয়ে যায় না হৃদয়ের নীল বেদনা,
একটি কালো রঙের চশমার গ্লাসে
এখনো লেগে আছে
সম্ভাবনাময় একটি রাষ্ট্রের নাম,
আমার চোখেও হুবহু কালো রঙের চশমা
তার ভেতরেই দেখি
আমার বাংলাদেশ
শোকাবহ আগস্ট; তুমি কি জানতে এমন কালো অধ্যায়ের ইতি বৃত্তান্ত
ঠিক তোমার মতোই আমার চোখেও
কালো চশমা
ঠিক তোমার কালো কোটের মতোই
আজ, আমার বুকেও ঝুলছে
শোকাবহ আগস্টের প্রতিকৃতি
মানুষের কান্না ক্ষণকাল,
পৃথিবীতে একটি ভবনের কান্না
ঝরনার মতো বহতা
কেউ কি তা উপলব্ধি করি
চল, একটিবার দেখে আসি যেখানে বয়ে গেছে
রক্তের নদী
কার্তুজের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল
আমার ছোট্ট বাংলাদেশ
ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি।