অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ৯, ২০২৫
২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মে ৯, ২০২৫
২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জোনায়েদ কাছেমী -
নীরব শ্রোতা

সন্ধ্যার পরে প্রত্যহ,

আমি অধীর হয়ে আকাশে তাকিয়ে থাকি—

কখন দেখা দেবে চাঁদ!

ধরার বুকে শুধু সেই তো বোঝে;

হৃদয়ে জমেছে কতটা বিষাদ…

কত অশ্রুজল মুছেছে সে;

সাক্ষী কত বিনিদ্র রজনীর।

সুখ দুখের শত উপন্যাসে,

হেসেছে সে কভু হয়েছে তিমির।

আজ মনেতে বইছে মৌসুমি বায়ু,

অশ্রুবিন্দু হয়েছে খরস্রোতা।

তাই তো চাদরে খুঁজছি দিবসেই;

সে যে বড় শান্ত, নীরব শ্রোতা।

ফেনী সদর, ফেনী

 

Print Friendly, PDF & Email

Read Previous

ঘরবাড়ি ঘুমকথা

Read Next

তিনটি অণুগল্প – অগোছাল স্বপ্ন, নারীর টানে ও উঠতি সংসার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *