
সন্ধ্যার পরে প্রত্যহ,
আমি অধীর হয়ে আকাশে তাকিয়ে থাকি—
কখন দেখা দেবে চাঁদ!
ধরার বুকে শুধু সেই তো বোঝে;
হৃদয়ে জমেছে কতটা বিষাদ…
কত অশ্রুজল মুছেছে সে;
সাক্ষী কত বিনিদ্র রজনীর।
সুখ দুখের শত উপন্যাসে,
হেসেছে সে কভু হয়েছে তিমির।
আজ মনেতে বইছে মৌসুমি বায়ু,
অশ্রুবিন্দু হয়েছে খরস্রোতা।
তাই তো চাদরে খুঁজছি দিবসেই;
সে যে বড় শান্ত, নীরব শ্রোতা।
ফেনী সদর, ফেনী