
হলদে শহরে আজ জলের বড় অভাব
বৃক্ষহীন অরণ্যে নেই কলরব
পড়ে আছে পাখিদের পাখাহীন শব
শুষ্ক লোকালয়ে—
শঙ্খনীল আলয়ে
কোথাও—
ভালোবাসা নেই
ঘৃণা নেই
ক্ষোভে নেই তীব্র চিৎকার
মুখগুলো ভাষাহীন— নির্বিকার
মানুষগুলো হারিয়েছে মানব স্বভাব;
ডায়েরির পাতা—
শূন্য পড়ে থাক শব্দের ভিড়ে
কবিতা—
পাথর খোঁড়ো, নদী হয়ে যাও
প্রাণহীন এই শহরের বুক চিরে
জলের গান গাও
মৌনতা—
নির্বাসনে যাক মিছিলের ভিড়ে
কবিতা—
ডানা মেলো, পাখি হয়ে যাও
ধূসর অরণ্যের বিষাদ তীরে
সবুজের গান গাও;
কবিতা, প্রতীক্ষায় থেকো
উপেক্ষায় লুকিও না, দেখো—
আবারও জেগে উঠবে
এই পোড়া জনপদ
তোমার খোঁজে গর্জে উঠবে
জাতীয় সংসদ
মানুষগুলো মানুষ হবে,
ছড়িয়ে দিবে জীবনের সৌরভ
কেন্দ্রীয় কারাগারে হবে
জাতীয় কবিতা উৎসব