
পড়ে থাকা শুকনা পাতায় সূর্যের রাগ উবে গেছে
বাতাসের মৃদুগতির পরশ পেয়ে
পিঁপড়ার দল গন্তব্যে ছুটছে।
কারও অবরুদ্ধ স্বাধীনতা; দুর্বার স্বপ্নের আকাশপথে বার-বার ইতি টানছে।
সে এক তারুণ্য ঝাউবীথি, একটু ক্ষীণ আলোর জন্য
নিপীড়িত সৌন্দর্য আত্মসাৎকরণ করছে।
ঠিক যেন, কাঠিন্য সুখের,
মৃত ছায়া বহন করা, ভূমিষ্ঠ অবুঝ কিশলয়ের মতো!
যেন, কাঁধে ব্যাগ ঝুলিয়ে
কিশোরীর একমনে পথচলা তাকিয়ে দেখে
সীমিত মন হরণ আম্রকানন!
সন্ধ্যার নিমন্ত্রণে, পুরাতন জ্যোৎস্না অরণ্য— ভূভাগে
নিমগ্ন শান্তির আবেশে, মগ্ন থাকে বহুক্ষণ!
মোহময় সুখ কোথায়, কোন নক্ষত্রের আরামদায়ক বক্ষে করছে বিরাজ?
অসহ্য নীতির সারাংশ রেখে
বাকি সব তার অভিলাষ।