অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
আগস্ট ২৯, ২০২৫
১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আগস্ট ২৯, ২০২৫
১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শৌভনীক তালুকদার -
প্রেম

হে প্রেম,

অশ্বমেধের ঘোড়া হও,

পথ আগলে দাঁড়াই তোমার,

চোখে চোখ রেখে বলি,

এমন দুঃসাহস বুকে রাখে,

সে রাজনন্দন নয়, নিতান্ত গেঁয়ো বালক,

ভালোবাসতে জানলে, অসুখ আছে এমনও সব জায়গায়, ভালো থাকা যায়,

ভালোবাসতে জানলে জানতে হয়, সব কিছু একদিনে এখনই হয় না,

সময় দাও, কাল হোক।

হে প্রেম,

নরকের আগুন হও,

দাবানলের মতো ছড়াতে থাকো,

আমি বুক পেতে ধারণ করি তোমায়,

বলি, এমন করেও পুড়তে পুড়তে ভালোবাসা যায়,

কষ্ট এমন করেও মুছে ফেলা যায় যেমন জল মুছে যায় চোখের কোণে।

ভালোবাসতে জানলে জানতে হয়,

তীব্র দাবদাহে যাকে বর্ষামঙ্গল ভেবে চেয়েছ, কিন্তু পাওনি।

পাবে! অদৃষ্ট কান পেতে অলক্ষ্যে সব শোনে।

তুফানগঞ্জ, কোচবিহার, ভারত থেকে

 

Print Friendly, PDF & Email

Read Previous

নিঃশব্দ আহমেদ – গুচ্ছকবিতা

Read Next

অণুগল্পগুচ্ছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *