
পাতাহীন ডালে মনের ইচ্ছাগুলো আটকে আছে।
শিমুল পলাশের সে কী আদর!
লাজুক গাল লজ্জায় লাল।
মর্মরধ্বনিতে কিশোরীর চঞ্চলতা…
নূপুর পায়ে ধরণী ঋতুমতী,
লাল কার্পেট বিছানো চাদরে কে যেন ডাকে।
অবাক হয়ে চেয়ে রই,
বাউণ্ডুলে হাওয়ার দস্যিপনায়।
বয়সের পিরামিড দুমড়ে ভেঙে পড়ে।
হৃদ-কলেবরে সমুদ্র গর্জন।
আর বাইরে কোকিলের কলরব।