
আসলে মন্দ বলে কিছু নেই
সবকিছুরই একটা নিজস্ব রূপ আছে
আছে সাদৃশ্য; উপমা।
তোমার কথাগুলো
তীক্ষ্ণ তীরের মতো
এসে বুকে বাজে মন্দ নয়,
শুনতে পাই চিনচিনে ব্যথার সুর।
কাঠঠোকরা পাখির মতো
ঠুকে ঠুকে নির্জীব অনুভূতিগুলো
জেগে ওঠছে ভালোই।
যে কবিতাটি
সেদিন অসমাপ্ত রেখেছিলাম
তোমাকে শোনাতে গিয়ে
আজ হঠাৎ নতুন করে নিচ্ছে রূপ
পড়ে দেখো, মন্দ নয়।
তুমি হয়তো জানো না
প্রতিটি মন্দের ভেতর থেকেই
আমার যতো খোঁড়াখুড়ি, খোঁজাখুঁজি
ব্যাপক আগ্রহ, অনুসন্ধান।
সকল অবজ্ঞা, অবহেলা ভুলে
তাই তো কবিতার কথা বলি, কবিতা লিখি
ছুঁয়ে দেখো, পড়ে দেখো মন্দ নয়।
বারজুমান, দুবাই, সংযুক্ত আরব আমিরাত থেকে
nojir34@gmail.com