অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাহমুদ নজির -
মন্দ বলে কিছু নেই

আসলে মন্দ বলে কিছু নেই
সবকিছুরই একটা নিজস্ব রূপ আছে
আছে সাদৃশ্য; উপমা।

তোমার কথাগুলো
তীক্ষ্ণ তীরের মতো
এসে বুকে বাজে মন্দ নয়,
শুনতে পাই চিনচিনে ব্যথার সুর।

কাঠঠোকরা পাখির মতো
ঠুকে ঠুকে নির্জীব অনুভূতিগুলো
জেগে ওঠছে ভালোই।

যে কবিতাটি
সেদিন অসমাপ্ত রেখেছিলাম
তোমাকে শোনাতে গিয়ে
আজ হঠাৎ নতুন করে নিচ্ছে রূপ
পড়ে দেখো, মন্দ নয়।

তুমি হয়তো জানো না
প্রতিটি মন্দের ভেতর থেকেই
আমার যতো খোঁড়াখুড়ি, খোঁজাখুঁজি
ব্যাপক আগ্রহ, অনুসন্ধান।

সকল অবজ্ঞা, অবহেলা ভুলে
তাই তো কবিতার কথা বলি, কবিতা লিখি
ছুঁয়ে দেখো, পড়ে দেখো মন্দ নয়।

বারজুমান, দুবাই, সংযুক্ত আরব আমিরাত থেকে
nojir34@gmail.com

 

Read Previous

সম্পাদকীয়, শিল্প-সাহিত্যের অন্তর্জাল অনুপ্রাণন ৬ষ্ঠ সংখ্যা

Read Next

আবু আফজাল সালেহ – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *