
তাসরিবা তাহমীদ
মিথ্যার সাম্রাজ্য’র রাজা রানিরা—
কি বুঝবে সত্যের সংগ্রাম?
মানুষ কেন মানুষকে কষ্ট দেয়?
নিজেকে মহান বানাতেই দেয়?
নাকি দু মুঠো সুখের আশায় হয় বদনাম!
যদি সত্য বুঝতেই হয় তবে বারবার ঠকে গিয়েও
মানুষকে মানুষই ভাবতে হয়, পশু নয়!
ভালোবাসতে হয় আবার, আবারও—
আমার ক্ষতি হয়ে যাওয়া—
সময়, সম্পদ, ভালোবাসা নিয়ে কেউ তো সুখে আছে!
থাকুক!
কে না চাই সুখে থাকতে?
আমার মনে ডাকাতি করে রাজা বনে তো যাবে না,
তবুও আমিও কি সবার গল্পের প্রেরণা?
তা তো আর না!
আমাকেও হয়তো কেউ করে ঘৃণা!
সবার গল্পে ভালো হওয়া যায় না।
আমি বারবার ভালোবাসব,
যেদিন ভালোবাসার ক্ষমতা হারাব,
সেদিন যেন আমায় কেউ বাঁচতে বলো না!
আমি মানুষ!
তাই মানুষেই জপি প্রাণ,
করি না নিজের জয়গান!
আগন্তুক যদি ছুরি মেরে যায়,
মারুক!
লুটে নেয়া সর্বহারা আমি—
মৃত্যুর বুকে ঢ’লে পড়ে হাসব এই ভেবে,
কী উৎসব না হবে আজ তাদের আখড়াতে!