
কখনো মেঘ আর রোদের নিজস্ব ভঙিমায়
সংসারে উত্থানে-পতনে জড়িয়ে যাই
নাম ভূমিকায় কখনো নিজের বিপরীতে।
কতটুকু জীবন দেখে নিজেকে দেখা যায়
আয়নায় কতটুকু দেখি নিজের বিভ্রম!
হাহাকার শেষে কতটুকু নির্জন প্রশান্তি
ঘিরে আছে প্রেমের ভূমিকায়!
এই যে এত ভূমিকা এতো উপসংহার
উপহাসের মোড়কে দখলে কার কতখানি
ছায়ারাও প্রতিবিপ্লবী এখন প্রতিনায়কের ভূমিকায়।
কিছু অশ্রুপাতে প্রতিদিনের সংঘাতে
তবু তো বেঁচে থাকা তবু তো জীবন
চাহিবামাত্র নিজেকে আর
খুঁজে পাওয়া যায় না এখানে