অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মে ১৬, ২০২৪
২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ১৬, ২০২৪
২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তাকিয়া আফরোজ লিমা  -
মৃত্যু

ব্যথাদের কাছে থাকতে চেয়ে আরেকটু তোমার কাছে থাকতে চেয়েছি।

আরেকটু শিউলির ঘ্রাণ, শিউরে উঠা সময়,

বুক ব্যথায় গ্যাসের ওষুধ।

রাত বাড়লেই বাড়ে রক্তচাপ,

থার্মোমিটার বেয়ে উঠে অযাচিত তাপ,

গা ছুঁলেই তবু শীতলতা।

মৃত্যুকে আলিঙ্গন করে চলে যাওয়া অত সহজ নয়।

তবু চোখ খোঁজে ব্যথাতুর রাত, সহজ স্পর্শ।

সমুদ্রে তখন নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।

বেলা বেশি নেই।

পৃথিবীর সকল নীরবতার সঙ্গে তোমার ওঠা-বসা।

চোখের জানলায় তোমার হাঁটু গেড়ে বসা,

পার্থিব জীবনের আলোকবিন্দু ছেড়ে মুক্তির কাছাকাছি।

ধুপের ধোঁয়ায় আরেকটু তোমার গন্ধ শুঁকে নেয়া।

তারপর তীব্র সত্যের মতো তোমার কাছে আসা,

তোমার আলিঙ্গন, তোমার স্পর্শ,

আমায় জাগিয়ে তোলে, জাগিয়ে তোলে আমার ভেতরের ‘আমি’কে,

আমার আমিত্ব কে!

আমায় ছুঁলে দেখবে আমি আগে থেকেই তোমার কাছে আত্মসমর্পণ করে বসে আছি!

 

Read Previous

ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি 

Read Next

লর্ড ডানসানি’র সাতটি উপকথা