
ভালোবাসা ছিল, ঘর ছিল না, ছিল পাথর
গন্ধ ছিল ছড়ানো ছিটানো, ছিল না আতর।
ভালোবাসা ছিল, ঘর ছিল না, মনের কোণে ঝড়
আত্মীয়-স্বজন নিজের হয় ক’জন, সবাই যেন পর।
ভালোবাসা ছিল, ঘর ছিল না, ছিল না আলো
দ্বিধাদ্বন্দ্বে অঙ্কিত, শঙ্কিত শুধু কালো আর কালো।
৩০ সেপ্টেম্বর ২০২১