অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রনি অধিকারী -
লোকালয় ছেড়ে আমি একদিন

অবারিত মাঠে প্লাবনের ঘাটে একদিন ঠিকই যাব

লোকালয় ছেড়ে নির্জনতার আড়ালে।

লোকালয় ছেড়ে চলে যেতে হবে নির্জন প্রান্তিকে…

ঢেকে রাখা ক্ষত শোকার্ত শরীর, প্রতীক্ষার নীল জলে হেঁটে।

ব্যর্থতার উঠোনে প্রেম আর অগ্নিতে বেঁধেছে বাসা!

লোকালয় ছেড়ে একদিন ঠিকই যাব…

এ জন্মান্ধ পৃথিবীর আড়ালে। ধূসর বালুতে মিশে মিশে…

এইসব জেনে প্রতীক্ষার প্রার্থিত পুরুষ

ঘুমিয়েছে অবারিত মাঠে।

মাটি আর শরীরে শুনেছে শোকার্ত জড়াজড়ি…

আকাশ ছড়িয়েছে নীলাভ আস্তরণ,

রৌদ্র বিছিয়েছে নিংড়ে নেবার রঙ—

কুয়াশার ঘুমন্ত ছড়াছড়ি।

এভাবে ঘুমিয়ে জেনেছে—

পৃথিবীর প্রতিটা পুরুষ আর নারী,

অবারিত মাঠে প্লাবনের ঘাটে

কীবা থাকে লাভ, কীবা আছে স্বাদ… এত নিবিড় হয়ে!

এ কোন আকাঙ্ক্ষার চাঁদ ছুঁড়ে ফ্যালো—

পাথরকুচির আলো;

যন্ত্রণার নিকট সিঁড়িতে বসে হেঁটে যায়

সূর্যের নিকটে আরো।

তোমাকে খুঁজেছি সূর্যের কাছাকাছি

কোনো দীপ্ত জ্যোতির নগর;

প্রেতের নগরে ঝুঁলে প্রবঞ্চনার সিঁড়িতে—

আমার ছায়া হেঁটে যায়।

হেঁটে যাই আমি, একান্ত আমি।

সূর্যের আড়ালে আমি হেঁটে যাই…

আমি যাই যেতে হয়, পৃথিবীর প্রার্থনায়,

নিথর নির্জন নগ্ন নীরবতায়—

আমি যাই যেতে হয়।

রনি অধিকারী

রনি অধিকারী প্রথম দশকের কবি। জন্ম : ২১ এপ্রিল ১৯৭৭ খ্রিস্টাব্দে, সাতক্ষীরায়। পেশা : সাংবাদিকতা।

প্রকাশিত গ্রন্থ

১. যুদ্ধ কী করবো আমি! [কবিতা ২০০৮]; ২. আকাঙ্ক্ষার জলশয্যা [কবিতা ২০১১]; ৩. চোখের শিকল [কবিতা ২০২৪]; ৪. চার দেয়ালের গল্প [গল্প ২০১২]; ৫. শেখ হাসিনার উন্নয়ন দর্শন [গবেষণা ২০২২]; ৬. বাঙালির বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা [গবেষণা ২০২২]; ৭. মুজিববাদ ও অন্যান্য প্রসঙ্গ [গবেষণা ২০২২]।

সম্পাদিত ছোটকাগজ

১. অনুভূতি, ২. রূপান্তর।

roniadhikari1@gmail.com

 

Print Friendly, PDF & Email

Read Previous

সম্পাদকীয়, শিল্প-সাহিত্যের অন্তর্জাল অনুপ্রাণন ৬ষ্ঠ সংখ্যা

Read Next

আবু আফজাল সালেহ – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *