
নিস্তব্ধতা যেন ভেঙে ফেলে পুরোটা,
ভেঙে ফেলে পুরোটা ভেতর।
এত শব্দের অভাব কবে থেকে হলো বলো তো?
কতদিন কবিতারা আমার না,
শব্দেরা আমার না, আমি আমার না।
কতদিন সকাল গড়িয়ে দুপুর নামে—
ব্যস্ততা বাড়তে থাকে
আমি ভাবলেশহীন অপারগ ব্যর্থপ্রায় অপ্রত্যাশিত কেউ।
কত সন্ধ্যা গড়িয়ে রাত নামে
আমার মফস্বলে রাজধানীর মতো আলো জ্বলে না
সাজে না সৌন্দর্যের হাট,
আমি লিখতে গিয়ে লিখতে পারি না
নির্বাকের দলে আমার বসবাস।
সৈয়দপুর, নীলফামারী থেকে