
ফাল্গুনী হাওয়া লেগেছে পলাশের গায়ে,
সুন্দর কথায় তার মনেও প্রেমের দোলা লেগেছে।
যদিও সেই পলাশের মাঝে আমি কোথাও নেই,
গোলাপের কাঁটাগুলো আমার শরীরে বিঁধে রয়েছে।
তার গল্পে মন ডুবে থাকে আমার সব সময়,
কিন্তু সেই গল্পটা বলতে গেলে আজ ভাষা হারিয়ে যায়।
একটা সময় ছিল যখন টুকরো টুকরো কথাগুলোও কবিতা হয়ে যেত,
আজ শব্দগুলো গলার কাছে এসে গলাটা টিপে ধরে।
বলছি তাই ইশারায় সে যেন কখনও না হারায়,
যত্ন করে রেখেছিলাম আমার অন্তর হিয়ায়।
বোঝেনি সে চেয়ে গেছি তাকেই আমি সর্বদা দুয়ায়,
আজ লাল গোলাপ ছড়িয়ে গেছে অবুঝ বাহানায়।
তার হাসি সবার ভালো লাগে, তাকে দেখে প্রেম জাগে,
ভালোবাসার বৃষ্টি ঝরে পড়ে তার খাতার পাতায় পাতায়।
তা দেখে আমার শব্দগুলো পথ হারায়,
অবহেলা তাই থেকে গেছে আমার ভাগে।
ভেবেছিলাম পাশাপাশি ছায়ার মতো পথ চলা যায়,
বুকের মাঝে আগলে রেখে নিশ্চিন্তে বাঁচার আশায়।
অচেনা পথে অনেকটাই এগিয়ে ছিলাম অজানা ইশারায়,
পেছন ফিরে দেখলাম যখন নিজেকে একলা পেলাম হায়।
হাজার অভিমান আমার এই প্রেমের গান,
থেকে গেছে পিছুটান, কমেনি তবুও মনের টান।
স্বপ্নে এসে ছুঁয়ে যায়, তার প্রেমে ভেসে যায়,
কল্পনাগুলো শব্দের অভাবে ভাষা হারায়।
সব ব্যথা ভুলতে চাই তার ভালোবাসায়,
সে বুঝবে একদিন বেঁচে আছি সেই আশায়।
শব্দের খেলা ছাড়াও মনের কথা বোঝানো যায়,
হৃদয়ের মধ্যে রেখে এভাবেও ভালোবাসা যায়।
কলকাতা, ভারত থেকে