
তিন বসন্তেই যেন জীবন শেষ,
রুগ্ন রোগীর মতো দাঁড়িয়ে আছে
সবুজ গালিচায়।
পত্রঝরা দলের সদস্য সে,
জীবনের অর্থকে লুকিয়ে রাখে সত্তায়।
হেমন্তের হিমশিশিরে ভিজে থাকে সারারাত,
হয়তো যন্ত্রণা পোহায়।
কিংবা স্বপ্ন বুনে রাখে হৃদয়ের মাঠে,
তারপর- জ্বলে ওঠে সোনালি সকাল।
এখন হেমন্তকে পুষে রাখে,
আর শীতঘুম শেষে জেগে ওঠে রাঙা হয়ে।
—জহুরুল ইসলাম
মির্জাপুর, দাপুনিয়া
পাবনা সদর, পাবনা