অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জানুয়ারি ৭, ২০২৫
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জানুয়ারি ৭, ২০২৫
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুরাইয়া চৌধুরী -
সংক্রমণের বীজ

তবু্ও সংক্রমণ, ক্রমাগত সংক্রমিত

চতুর বয়ানে, প্রদর্শনে, জলে ও জমিনে

সুদৃশ্য গোহালেও প্রতারিত বচনের বীজ

জমা হয় গৃহপালিত পশুর মগজে ও জিহ্বায়।

বিজ্ঞ পাহাড়ের ভাঁজে ভাঁজে পুঞ্জিভূত ক্ষোভ।

খনার প্রাজ্ঞবচন তবু্ও ভাঙনের খেলা ঠেকাতে

শেষবার বীজ ঘর তোলে, ফসলের চারা সাজায়।

এই সব বীজ ঘর ফেলে তবুও তারা চলে যায়

মহাকাশে চিড় খাওয়া জমিনতত্ত্বের চিত্র দেখে

মহা বৈশ্বিক জলবায়ুর গোপন সূত্র ছিন্নভিন্ন।

তারপর ও কিছু অর্বাচীন চাষি বসে থাকে

মাটি ফেলে ক্ষয়ে যাওয়া তামাদি জমিনে।

তাদের হাতেও ভুলে-ভালে জমা হতে থাকে

প্রতারিত বচনের কীটদষ্ট বীজের ভাণ্ডার।

এভাবেই সংক্রমিত হয় চতুর বচনের বীজ

সংক্রমণের গোপন জিন রহস্য লুকিয়ে রেখে।

গুলশান ২, ঢাকা থেকে

 

Print Friendly, PDF & Email

Read Previous

বোধনের আগেই নিরঞ্জন

Read Next

হিন্দি চলচ্চিত্র ও অবিবাহিতা মায়েদের মাতৃত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *