অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
অক্টোবর ২৩, ২০২৪
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণলতা -
সবুজের বিন্দু

ম্রিয়মাণ পৃথিবীর আঁচলে আড়াল ছিল

একমুঠো এই সভ্যতা;

ক্লান্তির চাহনিতে চাতক, ভালোবাসে যারে অনিবার

শাশ্বতকাল অভিমানী— সেই কৃষ্ণ মেঘের বাহার।

নড়েচড়ে ওঠে ওই, ঘাসের নরম শরীর যুগল

পথ করে নেয় শামুকের এক বাহিনী;

দিকে দিকে দুন্দুভি বাজায় যেন কারা,

প্রকৃতির এই নরম বুকে লেখে মাধুরীর কাহিনী।

বহুরূপে এক রহস্যময়ী পৃষ্ঠা তার

যার প্রশংসায় সে অবিনশ্বর;

দূরে ওই ব্যাঙেদের আনন্দ কোলাহল

মাঠে-ঘাটে, সবুজের অরণ্যে পুলকের জাগরণ।

আমিও যাই ছুটে, মাধুরী অমৃতের স্বাদ নিতে

স্পর্শ করি কিছু ভেজা অনুভূতি আর এক ফোঁটা বিন্দুকে

আলতো প্রেমে নিশব্দে বলি— ‘বর্ষা নাকি তোমার নাম?’

লাজুক হাসির বাতাসে বুঝি সবুজের বিন্দু তোমার প্রাণ।

স্বর্ণলতা

স্বর্ণলতার জন্ম ২৭ জুলাই ২০০৩ সালে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে। পিতা শিবনাথ পাল ও মাতা রূপালী পালের স্নেহের ছায়ায় তার বেড়ে ওঠা। বর্তমান পড়াশোনা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক।

নাচ ও লেখালেখি তার একমাত্র সঙ্গী। লেখালেখি জগতে খুবই স্বল্প সময়ে তার বেড়েওঠা। কয়েকটি প্রকাশনী ও অনলাইন প্লাটফর্মে লেখালেখির সাথে যুক্ত।

 

Print Friendly, PDF & Email

Read Previous

বোধনের আগেই নিরঞ্জন

Read Next

হিন্দি চলচ্চিত্র ও অবিবাহিতা মায়েদের মাতৃত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *