
ওকে/ শফিক
স্বপ্নে সমুদ্র
বিবিকা দেব
অনেক দিন থেকে ইচ্ছে ছিল বালির ঘর বানানোর। জানালা ধরে দাঁড়িয়ে শুনব সমুদ্রের সংগীত। আর দেখব দরজায় বিমোহিত চোখে সূর্যোদয়ের শৈশব। গায়ের গন্ধে থাকবে শুধু সমুদ্রের স্পর্শ। জল ছিটকে আমার সত্তাকে দেব ভিজিয়ে। বিন্দু বিন্দু জল জমা থাকবে শুষ্ক চোখের কোণে। খালি পায়ে বালির সংস্পর্শে খুঁজে বেড়াব নিবিষ্ট মমতা।
ভেজা কাদা হয়ে মিশে যাব ঝিনুকের গায়। ঢেউয়ের তালে তালে ফেনিল ফেনা ছুঁয়ে, অন্তরে বাজিয়ে তুলব গর্জনের প্রতিধ্বনি।