
একা সন্ধ্যামালতী
ধাবমান সময়ের নক্ষত্রপথে
নিঃশব্দে পাল্টে দিয়ে
সন্ধ্যামালতীদের গল্প
ভিড় করে শুধু একটি প্রশ্ন
কে আমি?
যেন আমারই যুগপদ সন্ধ্যামালতীরা
কী সুখে প্রবহমান একা একা!
যেভাবে ধাবমান স্বয়ং প্রাণনাদে
আমারই ছায়ারেখা।
বেড়ে যায় পাপ
এমন শূন্যতার রাত্রিতে খুলে যায়
মনের পর্দা, খুলে যায় পরতে পরতে
নিরঞ্জন মন— অঙ্ক কষে ক্ষণে ক্ষণে
সব শূন্য, সব শূন্য।
এ কোন ইতিহাস রচে গেল ধরণী
আত্ম-প্রেমানলে শুচি হলো অরণি।
মৃত্যু— হয় ভয়
আহা, জীবনের অপচয়!
একা একা— বেড়ে যায় বোধ
বেড়ে যায় পাপ।
নিরুদ্দেশ
একটু একটু করে
গভীরে, আরও গভীরে
বয়ে চলি অজানাতে।
কোনো এক অন্তর্দৃষ্টির পরে
নদীও বলে দেয় গভীরতা
বলে দেয় তার সারমর্ম।
ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা
একা একা সহস্রকাল
যেন বলে যায় জীবনের গল্প।
কী অদ্ভুত জীবন
নিরুদ্দেশ— কী এক যাত্রাকল্প!