অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নভেম্বর ২৮, ২০২৫
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিনয় কর্মকার -
বিনয় কর্মকারের গুচ্ছ কবিতা

শিল্পফাঁদ
সাঁতার শিল্পকে ঘিরে এই যে দ্বিধার ফাঁদ,
অথচ জানেন; যদিও সুইমিংপুলের মতো দেখতে, তবু ওতে পানিই নেই?

খামোখা বিবর্তনের ধুয়ো তুলে কেউ-কেউ; ধনুষ্টংকার রোগীর মতো হাত-পা ছুড়ে দক্ষ সাঁতারুর ভান করে।

যে ক্যানভাসটা দেখে অনেকেই বলে গেল, ওয়াও!
চিত্রশালার রক্ষীরা জানালো; আসলে ওটা তুলি মোছার এক পরিত্যক্ত ইতিহাস।

 

দর্শক

সহস্র মাথার ভিড়ে আমি এক সংখ্যার অ্যাভারেজ,
দর্শকসারিতে এ যেন অভ্যস্ত জীবন।
স্বভাববশত তাই উঁকি মারি, চোখে পড়ে ভাঁড়ের বহর।

‘লাগ ভেলকি লাগ’ বলে দৃষ্টি ঘোরানো তো জাদুকরের পুরোনো অভ্যেস।

বোকাচোখে চেয়ে থাকি।
পা-কেন্দ্রিক দীর্ঘ এক ভাষণ শেষে প্রদর্শনী হবে;
পা-হীন প্লেয়ারের হা-ডু-ডু কসরত!

 

দেশ্যালয়

নিষিদ্ধপল্লীর ঘোরলাগা একসময় ঘড়িতে, রহস্যের মজমা।
আমজনতার যেহেতু যৌনাঙ্গ-সর্বস্ব ইজ্জতের গণ্ডি,
আর-তাই; পায়ে পায়ে দ্বিধার শেকল।
অথচ সাহসে; সেকেন্ডের ঘরে উঁকি দিলে, ঘ্রাণে টের পাই বাবুদের উপস্থিতি।

সারি সারি তুঁতগাছের ডালে, পঙ্গপালের নাচন,
আমাদের সিল্কপল্লীর গল্পটা এমন; রেশম পোকাই যেখানে অচ্ছ্যুৎ!

বিষদাঁত

কার কামড়ে কে মারা যায়,
মানুষ নাকি কুকুর; কে কার মনে লালন করে বিষ?
এমন প্রশ্নের সুলভ উত্তর— কেন; কুকুরের।
তত্ত্ব-উপাত্তে আছে লুই পাস্তুরের নাম,
রেবিস ভ্যাকসিন।

আমাদের আদালতপাড়ায়—
জেলখানা আবিষ্কারকের নাম তেমন গুরুত্বপূর্ণ না,
শুধু প্রতিদিন বেড়ে যায় ভবনের পরিধি!

 

Read Previous

তোফায়েল তফাজ্জলের যুগল কবিতা

Read Next

দ্বীপ সরকারের একগুচ্ছ কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *