
ইচ্ছে হয় না
সইতে সইতে সহ্য ক্ষমতা বাড়ে
ভোঁতা ছুরি কাঁচি শান দিলে যেমন ধারে।
কাছের মানুষ টিপ্পনি দিলে পরে
কষ্ট হয় তবু সমঝে চলি
হৃদয়ে ক্ষত আকুলি বিকুলি
ঘুরে তাকাতে ইচ্ছা হয় না আর…
এই জীবন
ঘেঁষেঘেষির তক্তাপোশে জং ধরায় পেরেকেরা
সম্পর্কে চিড় ফাটল, অনুভবে অশ্বমেধের ঘোড়া।
তবুও আছি পাশাপাশি লক্ষ যোজন দেখি
ফাঁক নীরবতায় কলতান শুনি স্মৃতি বাজায় জয়ঢাক।
সব ফেরাল কি হারাল, হিসাব হবে না হয় পরে
কান পেতে শোনো সব গুঞ্জন হঠাৎই মুখ থুবড়ে।
রাঙিয়ে দিয়ে যাও
রঙিন হৃদয় মাতোয়ারা মন, মাতছে দোলে কৃষ্ণরাই,
আয় সখী চল আবির খেলি বাসন্তিকায় মন হারাই।
প্রকৃতি সেজেছে প্রেমিকা রূপে ঋতুরাজের অভিসার,
আড়ালে দাঁড়ালে প্রিয়া হারালে আনচান প্রেম দরকার।
নারী
নারী হলো সম্পদ বড় অভিমানী নদী
ফুলে ফলে পল্লবিত সাথ দাও যদি।
নারী জীবন বহু বাঁক, কত নুড়ি বাধা,
নারী বিনা সভ্যতা অচল, শুধুই ধাঁধা।
বুঝলে কি বৎস নারী হলো উৎস
নারী হলো এক প্রকৃতি, সুন্দরী মৎস্য।
পূর্ব বর্ধমান, ভারত থেকে