
খাল পেরিয়ে বিল পেরিয়ে
পদ্মফোটা ঝিল পেরিয়ে
আঁকাবাঁকা পথ পেরিয়ে
শহর থেকে অনেক দূরে
আমার ছোট গাঁ।
মনভোলানো ফুলের হাসি
জলে ভাসে হাঁসা-হাঁসি
রাখাল বাজায় সুখের বাঁশি
যেথায় শিশির যতন করে
ভেজায় দুটি পা।
আসলে কেহ আমার গাঁয়ে
হেলেদুলে ডিঙি নায়ে
ভুলে যাবে শহর জীবন
মাটির চুলার রান্না খেয়ে
মাটির কাপে চা।
পাখির ডাকে সকাল হলে
দেখবে দুটি আঁখি মেলে
ডাকছে ক’জন দুষ্ট ছেলে
ছুটে যাবে বয়স ভুলে
ধরতে বকের ছা।