
যতনে রাখিবে যারে
হারিতে হবে তারে,
এই জগতের মায়াজালে
নিত্য কেহ নাই,
সর্ব বস্তু কেবলই আমরা
ক্ষণিকের তরে পাই।
সুখ-দুঃখ, সম্পত্তি
এমনকি নিজ দেহ,
সঙ্গে লইয়া যাহিতে
পারিবে না কেহ।
নিজ মহত্ত্ব দ্বারা যেই জন
করিবে পর রে আপন,
সেই জন হইবে অমর
তাও কিছুক্ষণ।
সুভাষ সেন
সুভাষ সেনের জন্ম কলকাতায়। নিমপীঠ রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাস, তারপরে উচ্চ মাধ্যমিক পূর্ব মেদিনীপুরের একটি স্কুল থেকে। গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে পোস্ট গ্রাজুয়েশন করছেন। লেখালেখিটা কেবলই সখের বশে। লিখিত বই : স্বপ্নের সওদাগর (কবিতা), ঊষা (উপন্যাস)।
One Comment
অনেক অনেক ধন্যবাদ আমার কবিতাটিকে এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য।