
ডিগ্রিগুলো জ্বালিয়ে ফেলো
হাজার টাকার লাভে
সুখ্যাতিরা নোট বন্দি
বেকারত্বের ক্ষোভে।
খুন করেছে হিংসা মাগো
তোর খোকার মুখে কালি,
খোয়া গেছে ভাবনা যত
শাসক-শোষক কাকে বলি?
মাড়িয়ে দিয়ে ঐক্য নীতি
বানভেদি হয় বুক
রাজনীতির এই কূটনীতিতে
খোয়াই যায় সব সুখ।
শেষ যাত্রায় খই ছিটানো
মেকি পৃথ্বীর গদ্য সমান
পদ লালিত প্রয়োজন কে
দাড়ি চিহ্ন দিয়ে থামান।
লোভ লালসা মুছে ফেলে
জীবনে ভরুক আলো
অন্ধকারটা মুছে দিয়ে
আলোর প্রদীপ জ্বালো।