
‘পাড়াবেড়ানি’ বেড়াল সে এক
বেড়ায় পাড়ায় পাড়ায়,
পাখপাখালি-ইঁদুরছানা
দেখতে পেলেই তাড়ায়!
ধরবে না সে, মারবে না সে
এমনি ‘ভালো-মানুষ’,
তাই বুঝিবা পাড়ায় ওকে
নাম দিয়েছে ‘জান-হুঁশ’!
ভাত, রুটি আর সবজি খায় সে
ছোঁয় না মাছ বা মাংস,
তবে দুধ খায়— বাটি ভরে দাও
পাত্রটা চাই কাংস!
স্বপনকুমার পাহাড়ী
স্বপনকুমার পাহাড়ীর জন্ম ১৯৫৬-য় অবিভক্ত মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায়। কমিউনিকেইশন লেকচারার-এর পদ থেকে অবসর নিয়ে বর্তমানে একটি সমাজসেবী প্রতিষ্ঠানে কর্মরত। ১৯৭১ থেকে বিভিন্ন পত্র-পত্রিকা ও সংকলনে ছোটদের ও বড়দের জন্যে বাংলা ও ইংরেজিতে মৌলিক রচনা ছাড়াও ইংরেজি, হিন্দি, ওড়িয়া ও উর্দু থেকে বঙ্গানুবাদে এবং বাংলা থেকে ইংরেজি এবং ওড়িয়া অনুবাদে গল্প, প্রবন্ধ, কবিতা ও ছড়া প্রকাশিত হয়েছে।
সম্পাদনা : হাফ ডজনেরও বেশি মুদ্রিত সাহিত্যপত্র। বর্তমানে ই-ম্যাগাজিন ‘শ্রেয়সী’-র মুখ্য সম্পাদক।
One Comment
লেখাটি অলংকরণসহ যথাযোগ্যভাবে প্রকাশ করার জন্যে মাননীয় সম্পাদক মহাশয়সহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।