
মধুমাখা শৈশব
ব্যাগে নিয়ে বই সব
যেতাম ইশকুলে
প্রতিদিনই রোল-কল
টিফিনের কোলাহল
যাইনি তো ভুলে।
স্যারদের পড়া নেয়া
দুষ্টামি-বকা দেয়া
স্মৃতি সব আজ
মনমরা অসময়ে
স্মৃতিগুলো সুখ হয়ে
করুক বিরাজ।
—————–
আবু ইউসুফ সুমন
Msc in Biochemistry & Molecular Biology (1st semester),
University Of Science and Technology, Chittagong (USTC)