
আজি এ জগৎ মাঝে যে সুর শ্রবণে বাজে
সে তো নয় মিলনের সুর
যে রণ ডঙ্কাধ্বনি বেজে ওঠে রনরনি
এ কি নয় কোন সুরপুর?
আজি এ সন্ধিক্ষণে বিরাজি যাদের সনে
উদ্ভিদ যত, আছে প্রাণী যত
বিরাট মানব জাতি যে যেখানে আছি মাতি,
সকলের মাঝে বন্ধন শত।
সকলে এ পৃথিবীর সদা পান করি নীর
শ্বাসবায়ু সকলেরই এক।
একই আকাশ মাটি চন্দ্র সূর্য তারকাটি
একই তাপশক্তি আলোক।
আরও কত বিনিময় হয় সদা নিশ্চয়
খাদ্য বস্ত্র বাসস্থানের।
তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি কার
কাকে ছড়া কেবা অপরের।
আজিকার এ সময়ে যা কিছু জগতময়
সবে মোরা সমকাল আত্মীয়,
করো তবে পরিহার সমস্ত হৃদয় ভার
হিংসা সংঘাত বিদ্বেষ স্বীয়।
ভালোবাস আরও আরও সাক্ষাতে কুশল করো
খুশি আর হাসিটুকু দাও,
সকল চরণে নতি আমি এক দীন অতি
শ্রদ্ধা ভক্তি প্রেম সবে নাও।