
সন্ধ্যাতারা সাক্ষী থেকো
চাঁদের উদ্দেশ্যে ফিসফিস করে
বললাম, একটি নাম
দুহাত সমান্তরালে প্রসারিত করলাম পুব-পশ্চিমে
সুখকান্নার প্রতিধ্বনি শুনলাম সন্ধ্যার বুকে
মনের অজান্তেই চুপিচুপি যে নাম বের হয়েছে
সে নাম দেখেছিলাম তোমার খাতার প্রথম পাতায়— নন্দিনী।
সন্ধ্যাতারারা সব, সাক্ষী থেকো!
চারিদিকে বিকট গন্ধ
চারদিকে শুধুই গন্ধ আর গন্ধ।
বেকারত্বের কান্না, অসহায়ত্ব
দাসত্বের শৃঙ্খল চারদিক
পচে-যাওয়া গোলাপ, নষ্ট মাখন
ছোপ-ছোপ রক্ত
অনিচ্ছুক যুবতীর অন্তর্বাস
ক্ষয়ে-ক্ষয়ে-যাওয়া হাড়ের গন্ধ
পাহাড় ও মরানদীর দূষণ
হৃদয় ও সম্পদের জোরদখলদারত্ব
গন্ধ ছড়াচ্ছে অনেক।
গন্ধ, গন্ধ আর গন্ধ— বিকট গন্ধ।