
বোকা মানুষ
প্রাপ্তি আর অপ্রাপ্তিকে নাড়াচাড়া করতে করতে
গাঁটে বাধা জীবন কখন ফুরিয়ে যায়
সময় কখন পালিয়ে যায় চুপিসারে
বুঝতেই পারে না বোকা মানুষ ।
বিবেক কখন লোভের জলে ডুবে মরে,
কখন যে সে হয় অ-মানুষ,
শেষের দিনেও বিদায় বেলায়-ও
বুঝতে পারে না বোকা মানুষ।
ঈর্ষার গনগনে শিখায় নিরন্তর পুড়ে পুড়ে
শরীর-মন কখন দুরারোগ্য অসুখ টানে,
গলায় কখন দড়ি পড়ে অতি চালাকের
বুঝতেই পারে না বোকা মানুষ।
প্রতিনিয়ত অহংকারের চর্বি চেটে
ভুলে যায় কখন জীবনের স্বাদ
কখন ছুঁয়ে ফেলে মূর্খতার চূড়া
বুঝতেই পারে না বোকা মানুষ।
ক্রোধের অগ্নি মশাল জ্বেলে
ধ্বংসের খেলা খেলতে গিয়ে
নিজেই কখন খুন হয়ে যায়
বুঝতেই পারে না বোকা মানুষ।
কবে কখন আঁধার দেশে নেমে পড়েছে,
কখন যে সে হয়েছে অন্ধ,
আলো পেয়েও চোখ খোলে না বোকা মানুষ।
অ্যা জার্নি উইথ ডেভিল
এই জার্নি ছিল একান্ত আমার,
আমি আমার গাইড বইটাকে সঙ্গী করে
দুর্দান্ত এক জার্নি শেষে
ঘরে ফিরে তুলব তৃপ্তির ঢেঁকুর,
অথচ আমার বিনে প্রয়োজনে, বিনে অনুমতিতে
আমার গাইড হয়ে
আমাকে সে করছে প্রভাবিত;
আমার সহজ জার্নিটা এক পলকে হয়ে গেছে কঠিন
অথচ, ম্যাপটা আমার চোখের জানালায় টাঙানো
কিন্তু আমি এখন সেটা দেখেও দেখতে পারি না,
মনে রেখে-ও রাখতে পারি না,
সে আমার চোখ আর ম্যাপ
ম্যাপ আর মনের মাঝখানে
টাঙিয়েছে সম্মোহনকারী এক পর্দা,
আমাকে সে ভুলিয়ে রাখে মজিয়ে মিঠে কথায়,
আমাকে মাতাল করে পান করিয়ে লোভের সূরা,
আমাকে সে সারাক্ষণ সাঁতরায় হিংসার মরা গাঙে,
আমাকে সে অলসতার দোলনায় সারাক্ষণ দোল দেয়,
আমাকে সে দিনে-রাতে হতাশার গান শোনায়
আর অহমের উষ্ণতায় আমাকে করে উত্তেজিত;
হায়, না-জানি কোথায় গিয়ে সমাপ্ত হবে এ জার্নি!