
জলবিভাজিকা এবং ঘটনাস্রোত
নূপুরের মৃদু শিঞ্জন ধ্বনি
বনমক্ষিকার দন্তাঘাতে দিক হারায়
খোঁজ করে দেবদারু বৃক্ষের পরকীয়া স্পর্শ
ভাগ্যবিড়ম্বনার পণ্যশালায় দ্বিধাগ্রস্ত ধ্বংসতিলক
প্রতিক্রিয়ার প্রগতিবিরুদ্ধ আচরণে
সর্বগ্রাসী বিশৃঙ্খলার শুষ্ককরণ দৃশ্যমান ৷
কাণ্ডজ বৃক্ষ ছেয়ে গেছে বিশেষত্বহীন পরগাছায়
মৌলিকতার আদিপাঠ অবিন্যস্ত চেতনাহীন
জটিল বর্গমূলের খণ্ডিত দরপতন
ব্যঞ্জনবর্ণের অসুস্থ লকারে
সীমা লঙ্ঘনের সরীসৃপ জাবর কাটে৷
সৌভাগ্যের সরপুঁটি পান করে বিষাক্ত হেমলক
কমলিনীর উৎপল মাংসল দেহ লম্পটের দখলে
কাণ্ডহীন বীরুৎশ্রেণির জর্জরিত মানব সত্তা
ঘটনাস্রোতের জলবিভাজিকার সাক্ষাৎ ফটোগ্রাফ
নগরসভ্যতার চিত্রপ্রতিলিপি
দ্রুতধাবী প্রদোষকালে সহসা দ্রবীভূত হয় ৷
দাবদাহ , দাবানল এবং উদ্যানবাটিকা
একাগ্রচিত্ততার উদ্যানবাটিকায় তন্দ্রার ভাব
আড়ম্বরহীন মুদ্রণশিল্প ভুলে গেছে যোগচিহ্নের সেমিকোলন কমা বিস্ময়সূচক চিহ্ন
প্লাটফরমের প্লাটিনামে পৌঢ় প্লাইউড
পাকস্থলীর প্লিহায় হাজারো প্লাস্টিকের প্লাস্টার
লোহিতকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা
বন্যাপ্লাবিত বেনিয়া বেনোজলে অশিষ্ট উদ্ধত
ললাটের চূর্ণকুন্তল সৃষ্টি বিনাশের নিত্যসঙ্গী।
মুছে গেছে রক্তিম পরিণীতার স্বপ্নবাসর
স্বরবিন্যাসের শব্দহীন শব্দযোজনা
সংযোগবিন্দুর সংকোচন স্থূলকোণের লঘুতা
প্রদীপের শিখা প্রলয়ের ঝাপটায় বিধ্বস্ত
নষ্টামির পুষ্করিণী প্রসব করে ফেরাউনের অপচ্ছায়া
অনুরণিত হয় ধ্বংসের বিউগল।
আত্মসাতের রহস্য উন্মোচিত আজ
অবরুদ্ধ গাজার উদ্ধারচিহ্ন
লোমাবৃত স্তন্যপায়ী প্রাণীর বুটের খোরাক
প্রত্যয়ের মুকুলগুলি অসহ্য দাবদাহে
আস্বাদিত বেদনার অন্তহীন দাবানল
উদ্যানবাটিকার পরাগরেণু পৃথক অস্তিত্বে অকৃতকার্য।