
ভোরের সানাই
শীতার্ত মাঠজুড়ে পড়ে থাকে অভিমানের ধূসর পালক
উপেক্ষার স্পর্শটুকু নিয়ে কেঁদে কেঁদে উড়ে যায় রাত পাখি আকাশগঙ্গায়
দুঃখের শিশিরকণা ঝরে পরে প্রান্তরে জেগে থাকা সবুজ মসুরি খেতে
আর তখনই রুপোলি সূর্যোদয়ের
ভেতরে বেজে ওঠে বিসমিল্লার
ভোরের সানাই।
শ্রীময়ী মুখ
প্রথম ভালোবাসায় হৃদয়ের আলপথে উড়ে আসে রুপোলি জোছনা আলো
প্রথম ভালোবাসার বিরহে মেঘলা দু’চোখ
জুড়ে শুধু আকাশ কালো;
প্রথম ভালোবাসায় শরীরে গোপনে লেগে থাকে অশ্রু অভিমান
প্রথম ভালোবাসা হৃদয়সমুদ্রে শোনায় ভাঙনের গান;
প্রথম ভালোবাসা ভোরের আয়নায় ভেসে ওঠা লাজুক কিশোরীর শ্রীময়ী মুখ
প্রথম ভালোবাসা কুঁরে কুঁরে খায় বুকের হাড়মাস, মনের অসুখ;
প্রথম ভালোবাসা নিঝুম রাত্তিরে বহুদূর থেকে নীরবে ভেসে আসা নিশি ডাক
প্রথম ভালোবাসা বুকের উঠোনে অক্ষরে অক্ষরে শুধুই লিখে রাখে মনস্তাপ।
বহরমপুর, মুর্শিদাবাদ, ভারত থেকে