
দুর্জয় চাঁদ
কল্লোল ভেসে যাচ্ছে রাস্তায়
আমাদের কথারা নৌকার বিশ্রামে
দুলছে
কোথাও যাচ্ছে না
রোদমাখা বাতাসে ধূসর পাঞ্জাবি
উড়ছে
অবেলার গার্হস্থ্য বিলাপ শুধু
ছায়াদের নোনতা বিষাদ জমে আছে
বাইরে নিয়ে চলো প্রজ্ঞা
অনুভব অনুর্বর বলে
আমরা শুধু ঈশ্বর আর ধর্মোৎসবে
ক্লান্ত হই
আমাদের অন্ধকারগুলি
তমসার খ্যাতির আড়ালে
কোনও নিয়তির চাঁদ খুঁজে ফেরে
বড়ো দুর্জয় চাঁদ
দুর্বোধ সংসার
সোনালি বিশ্বাসের ভেতর
প্রশ্নের চাবি হাসতে থাকে
স্তব্ধতার ঘুম ভেঙে জেগে ওঠে
আলো—
আলোকে কি ভালোবাসা যায়?
সব ভালোবাসাগুলি হংসমিথুনের
জ্বরে কাঁপে
বিহ্বল বালুচরে ঝরে অবেলার গান
বালি খুঁড়ে খুঁড়ে
আমাদের পিপাসার দুর্বোধ সংসার
অপেক্ষা করে থাকে