
দুঃখ ও জুতোর ঘাম
নানান বিরাগভাজনে সেলাই করে রেখেছি দুঃখ
জুতো আঁটা খিলে যুতসই বেরিকেড দিয়ে—
পাহাড় আঁকছে জলীয় বাষ্পের ট্যাবু—
ফুলের বিষণ্নতা ঘিরে যতসব আনাগোনা
সাগরের সিঁথিতে জমছে জলের ফেনা
নগরের ধূলো বিকিকিনিতে ধূসর সামগ্রী
নানান অজুহাতে
আমার সেই সেলাইকৃত দুঃখ
জুতোর ঘামে খসে খসে পড়ছে
নচিকেতার গানের মাহফিল
অকর্ণের কাছে ঘুরে বেড়াচ্ছে শিয়ালের হুক্কাহুয়া
নচিকেতার সুরে মাহফিল করছে এ যুগের কুকুর
অন্ধ প্রজাপতি জুতো চিনে খুঁজে চলেছে ছায়া
নৈঃশভোজের সময় পেয়ে যাবে নিজস্ব ঢেকুর
দিনমান হাতড়ায়ে খুঁজি নিজের কপাট
এখানে বেড়াতে এসে আটকে গেছে দুপুর
পিতার চোখের কাছে মা যে লোপাট
এই চোখের ভেতর বাজতে দেখেছি নূপুর
শিয়ালের হুক্কাহুয়া এসে টলকে দিচ্ছে কানে
নচিকেতার মাহফিলে কে এসেছে, কে জানে?
দ্বীপ সরকার