
নিবন্ধনভুক্তি
কিছু দিন ধরে
কিছু বেতাল ধীরে ধীরে
সময়ের উপর পরগাছার মতো বাড়ছে এবং
বিষয়টি কারও কাছে বেশ উপভোগ্য হলেও
এতে সময় রোদ, বাতাস জল অভাবে
পর্ণমোচীর মতো মরে বর্তে টিকে আছে।
সব পরগাছারই এখন একটাই মতবাদ, সুবিধাবাদ—
এই অধ্যায় চলমান
যতই তড়পাও, ইতিহাস একদিন কথা বলবে।
খেদোক্তি : মে ২০২১
কিছুক্ষণ আগেও এখানে
একটা মাথা গুঁজবার মতো চালা-ঘর ছিল
সেই চালা ঘরটায় আমি এ যাবৎ
দিন যাপন করে এসেছি কোনোক্রমে
তুমি বলতে পারো :
রোদ ও বৃষ্টির ছাঁট
অবলীলায় আমাকে চুমু দিয়ে গেছে
চালার ফাঁক দিয়ে এসে
তবু বলব বেশ ছিলাম, কিন্তু
এক ক্রুদ্ধ ঢেউ কোথা থেকে এসে
সর্বস্ব চেটে নিল
তুমি এখন সেই ধ্বংসস্তূপের উপর
বনেদি চালে রং-মহল বানিয়ে
ঊর্মিমালা দিয়ে সাজিয়ে নিও
এখন আমি
হাঙরের পেটে গিয়ে বাঁচতে চাই
কথাগুলো বলতে চাইনি, কিন্তু
স্বগতভাবেই বেরিয়ে এল, মার্জনা কর তুমি…