
ঋণ
দেনার ভারে ন্যূব্জ আমি শুধুই তোমার কাছে
পরিশোধের ইচ্ছেগুলো নীরব গন্ধে বাঁচে
যদি আমি না পারি আর যদি না হয় দেখা
এজগতের পাতায় যদি না থাকে সব লেখা
ঋণখেলাপির দায়ে তবে মামলা ঠুকে দিও
শূন্যতা নয় গোলাপ বাগান সঙ্গে করে নিও
অভিমান কতো বড় হলে ছুঁতে পারে দীর্ঘশ্বাস
অভিমান কতো বড় হলে ছুঁতে পারে দীর্ঘশ্বাস
বলতে পারো সুলেখা?
কতদিন বাড়ি না ফিরলে মুসাফির হয়?
সদ্যজাতকের কান্না বুকে দাঁড়িয়ে আছে ফুলমৌসুম,
আমি তোমার জন্য প্রচণ্ড-শীত উপেক্ষা করেছি,
গ্রীষ্মের দাবদাহ ঠেলে সামনে এগিয়েছি,
কবে কবে পাতাগুলো ঝরে গেছে, ছায়াহীন হয়েছে শ্মশান;
অভিমান কত বড় হলে দূরত্ব গতি বাড়িয়ে ছোটে,
ছুটতে থাকে, আর ছুটতেই থাকে,
দেখবে না শালিক চড়ুই,
রাধাচূড়া বকুল গোলাপ- ভরবে না অস্থির-মন,
চেনা যায় না নিজেকেও অভিমানে ছুড়ে ফেলে, সতীর্থ হও…