
১.
চৌচির চৈত্রের দহনে
পোড়ামাটি বুকের জমিনে
ঝিরিঝিরি বৃষ্টি হয়ে তুমি এলে,
শ্রাবণের এলোচুলে থোকা থোকা
মেঘ যেন রূপসী গাঙের জলে
ডুব দিলো সহসাই পথ ভুলে।
মেঘগুলো বৃষ্টি হয়,
দুঃখ হয় গান।
কথাগুলো সুর হয়,
স্মৃতিগুলো ম্লান।
তবু মোমের আলোর মতোন
স্নিগ্ধ প্রদীপ জ্বেলে, কে যেন
ডাকে আমায়, ডুব দিতে তার
হৃদয় নদীর গহীন অতলে।
২.
দিনগুলো অচেনা এক
নদী হতে হতে, ওই দূর
শূন্য দিগন্তে মিলায়।
কিছু প্রেম, কিছু স্বপ্ন,
কিছু অধরা আঁধার,
মুখোশের মতো সেঁটে থাকে
মুখের বহিরাঙ্গ কারুকাজে।
আশাগুলো অলীক বাসনা হয়ে
রাত্রির নিঝুম আঁধারে, টুপটাপ
ঝরে পড়ে শিশিরের কান্নার মতো।
আমি একা রয়ে যাই,
তুমি বয়ে যাও একাকী,
একা কাঁদে আমাদের মন।
বিস্মরণ এঁকে যায় তবু,
দেয়ালের নোনা ধরা খাঁজে
কতো না-আঁকা ছবি সযতন।
Tags: কবিতা রোখশানা রফিক