অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
আগস্ট ৩০, ২০২৫
১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
আগস্ট ৩০, ২০২৫
১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শঙ্করী দাস – যুগল কবিতা

অকাল বোধন

শুনতে পাচ্ছ মোহনলাল!

আজ প্রলয়ের রাতে

আমাদের সূর্যের অকাল বোধন শুরু হবে

শূনতে পাচ্ছ!

কাশিমবাজার কুঠিতে আবারও কদর্য হাসি

মীর মদনকে জাগিয়ে তোলো

উচ্চস্বরে বলো, মীর মর্দন খাঁ কামান দাগো, আগুন জ্বালো

পলাশী গোলার আওয়াজ অকাল বোধনে বড় প্রয়োজন

আজ প্রলয়ের রাতে

আমাদের সূর্যের অকাল বোধন শুরু হবে

 

 

বেচারী

ভাতঘুম অসমাপ্ত রেখে ছুটে যাই পাড়ার সুমনের চায়ের দোকানে

দুধচায়ের অজুহাতে, দুপুরের নির্জনতায়

ভিড়ভাট্টা কম; বিক্রিবাট্টায় থাকে সুমনের বৌ

সবুজ বৃক্ষের আগালে হেসে উঠে গ্রাম কিশোরী

প্লাসটিকের রঙচটা চেয়ার বসে পা নাচায় সুমন

বৌকে ইশারায় বলে, কড়া চা, কড়া চা, বড়ভাইয়ের চা…

নগদ কাস্টমার!

সুমনের বৌয়ের সুডৌল হাত চায়ের কাপের হাতলের সাথে

উদভ্রান্ত চোখ মেলে ক্ষণিক ছুঁয়ে থাকে আমার মধ্যমা—

জীবন বৈচিত্র্যের অপূর্ব মাধুরী!

বেচারী সুমন!

 

Print Friendly, PDF & Email

Read Previous

এই নিষিদ্ধ নগরী ছেড়ে

Read Next

একটি ফনিক্স সাইকেল আর একজন পরিযায়ী ফ্লেমিংগোর উপাখ্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *