
অকাল বোধন
শুনতে পাচ্ছ মোহনলাল!
আজ প্রলয়ের রাতে
আমাদের সূর্যের অকাল বোধন শুরু হবে
শূনতে পাচ্ছ!
কাশিমবাজার কুঠিতে আবারও কদর্য হাসি
মীর মদনকে জাগিয়ে তোলো
উচ্চস্বরে বলো, মীর মর্দন খাঁ কামান দাগো, আগুন জ্বালো
পলাশী গোলার আওয়াজ অকাল বোধনে বড় প্রয়োজন
আজ প্রলয়ের রাতে
আমাদের সূর্যের অকাল বোধন শুরু হবে
বেচারী
ভাতঘুম অসমাপ্ত রেখে ছুটে যাই পাড়ার সুমনের চায়ের দোকানে
দুধচায়ের অজুহাতে, দুপুরের নির্জনতায়
ভিড়ভাট্টা কম; বিক্রিবাট্টায় থাকে সুমনের বৌ
সবুজ বৃক্ষের আগালে হেসে উঠে গ্রাম কিশোরী
প্লাসটিকের রঙচটা চেয়ার বসে পা নাচায় সুমন
বৌকে ইশারায় বলে, কড়া চা, কড়া চা, বড়ভাইয়ের চা…
নগদ কাস্টমার!
সুমনের বৌয়ের সুডৌল হাত চায়ের কাপের হাতলের সাথে
উদভ্রান্ত চোখ মেলে ক্ষণিক ছুঁয়ে থাকে আমার মধ্যমা—
জীবন বৈচিত্র্যের অপূর্ব মাধুরী!
বেচারী সুমন!